লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রতা ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেলেসাওরা। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য ৩৯ ধাপ। তারপরও ভেনেজুয়েলাকে ছোট দল হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ অক্টোবরে চিলি ও পেরুর বিপক্ষে টানা দুইটি ম্যাচে জয় পেয়েছে। তাই এই ম্যাচ নিয়েও আশাবাদী কোচ দরিভাল। সেই লক্ষ্যে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে সেলেসাওরা। সেখানে এই ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতেই হেরেছিল ব্রাজিল। তবে এরপর ঘুরে দাঁড়ায় দরিভালের দল। বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে প্লে অফ খেলে আসতে হবে।
এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ এ নিয়ে সমর্থকদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের একদিন আগেই কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন শুরুর একাদশ। তিনি বলে, আগের ম্যাচে (পেরু) যে দল শুরু করেছিল, সেই দলকেই রাখা হয়েছে, স্রেফ রদ্রিগোর জায়গায় ভিনিসিউসকে নেয়া হয়েছে। আগের ম্যাচের পুনরাবৃত্তির ভাবনা আগে থেকেই ছিল আমার। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। তাদের সবার ওপর নির্ভর করছি, তারা খুবই ভালো খেলোয়াড়, তাদের সম্মান ও সুযোগ প্রাপ্য।
ব্রাজিল একাদশ:
এডারসন, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, ভেন্ডারসন, অ্যাবনার, ব্রুনো গুইমারেস, রাফিনহা, গেরসন, সেভেনহি, ইগোর জেসুস ও ভিনিসিয়ুস জুনিয়র।
শাকিল/সাএ
সর্বশেষ খবর