টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে সার মজুদ রাখা ও নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।
এরমধ্যে রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২৬৯ বস্তা সার জব্দ করা হয় ও একই বাজারের সার ব্যবসায়ী আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১১০ বস্তা সার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার গারোবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কিশোর কুমার দাস।
এসময় তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গারোবাজার এলাকায় সাইফুল ইসলাম লিটন ও আজহারুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা নগদ জরিমানা ও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর