
মানিকগঞ্জে ১৫৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৪। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পনে দশটায় মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব -৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো. শাহেদ আহমেদ শুভ(২৩) এবং মো. আবু তালেব পিয়াস(২৪) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে শুভ এবং পিয়াস চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল নামক মাদক এনে মানিকগঞ্জের সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এরা দুজন চুয়াডাঙ্গা জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের চালান নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সেলফি পরিবহনের একটি বাস থেকে তাদের ১৫৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর