
জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র-যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি হাডুডু টুর্নামেন্ট/২০২৪ এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাঘমারা ঐক্য পরিষদের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহিন। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম জিএসএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, সাতপোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর আলী, সদস্য সচিব হাসানুর রহমান স্বপন, আয়োজক কমিটির সদস্য নুরু মেম্বার প্রমূখ।
ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিপুল সংখ্যক মানুষ উপভোগ করে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় জাকারিয়া পরিবহণ মুশুদ্দি দল বনাম মনসুর নগর কাজিপুর দল অংশ নেয়। এতে মনসুর নগর কাজিপুর দল বিজয়ী হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর