
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০)এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের পুত্র রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ও সাবেক আনসার সদস্য আব্দুল জলিল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে যান। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে খুঁজে না পেয়ে মাছ ধরার জাল ফেলে খুঁজতে থাকেন। ঘণ্টাখানেক পর জলিলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
টিকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ির পাশেই নদীতে গোসল করতে যান আঃ জলিল। একপর্যায়ে পায়ের নীচ থেকে মাটি সরে নদীতে ডুবে যান তিনি। নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর