সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ২জন আটক করেছে। বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মীর হোসেন ওরফে রাজু (৩৫) ও নওগাঁ জেলার বদলগাছী থানার চকজলাল গ্রামের দুলাল হোসেনের সনি আক্তার (২১)।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাত পৌনে তিনটার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের বাম পার্শ্বে ঢাকা-সিরাজগঞ্জগামী মহাসড়কে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১৯০০/- টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর