নাটোরের সিংড়া শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা হতে পরিচ্ছন্নতার শুরুতেই সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার হাটসিংড়া খালের আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর