
হালুয়াঘাটে বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধারা বাজারের মুন ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের সাতারাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে গাজী রহমান (২৪) ও একই ইউনিয়নের আরেংগাপাড়া গ্রামের জুলমৎ আলীর ছেলে রোকন(২২)।
আটককৃত গাজী রহমান জানায়, সে রাঙামাটি জেলার পাহাড়ি এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে তক্ষক নিয়ে মোটরসাইকেল যোগে হালুয়াঘাট সদরে যাচ্ছিল। এ সময় ধারা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। পরে স্থানীয় পাম্পে তেল নেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসা করলে তাদের কাছে একটি শপিং বেগের ভেতর বয়ামের মধ্যে কি আছে জানতে চায়। তাদের কথাবার্তা এলোমেলো দেখে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তাদের ব্যাগটি সার্চ করে তক্ষকসহ আটক করে পুলিশে খবর দেয়।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, বন্যপ্রাণী রক্ষা আইনে মামলা দিয়ে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর