লেমুয়া টু মমতাজ মিয়া সড়কে আপদকালীন সাময়িক ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়াটি লেমুয়া টু মমতাজ মিয়া সড়কে রাস্তা সংস্করণ পর্যন্ত ৫ টাকা বাড়ানো হয়েছে। সংস্কার শেষেই পূর্বের ভাড়া ২০ টাকা হবে জানান ড্রাইভাররা।
স্থানীয় আব্দুর রহিম বাবলু, এনএ শামীমসহ ২ শতাধিক যাত্রী গত কিছুদিন যাবৎ লেমুয়া মমতাজ মিয়া সড়কে ৩০ টাকা ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মতামত প্রদানে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। উদ্ধৃত পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় মমতাজ মিয়া বাজারে সিএনজির মূল স্ট্যান্ডে এ বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় সিএনজি চালক সমিতির ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম মিয়াজী, সভাপতি নিজাম উদ্দিন সহ স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে ভাড়া ২৫ টাকা নির্ধারণ হয়। এক্ষেত্রে মমতাজ মিয়া সিএনজি স্ট্যান্ড হতে যাত্রী উঠার পর লেমুয়া ব্রীজ পর্যন্ত ২৫ টাকা, কাঠের সেতু পর্যন্ত ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।এক্ষেত্রে ৩ জন যাত্রী হলে লেমুয়া ব্রীজ পর্যন্ত যাবে। ২/১ জন ভাঙ্গা তাকিয়া পর্যন্ত যাবে।রাস্তা সংস্করণ হলে ভাড়া ৫ টাকা কমিয়ে পূর্বের ২০ টাকা নির্ধারণ হবে বলে জানান সমিতির সভাপতি নিজাম উদ্দিন।
এবিষয়ে নিজাম উদ্দিন বলেন, ৪ জন যাত্রী হলে গাড়ি স্ট্যান্ড হতে ছেড়ে দিবে দাঁড়ানোর সুযোগ নেই। একই সাথে যাত্রীদের সাথে খারাপ আচরণ বা অসৌজন্যমূলক কোন কথা কোন ড্রাইভার বলতে পারবে না।আমরা কথা দিচ্ছি রাস্তা ঠিক হলে গাড়ির ভাড়া ২০ টাকাই হবে।
ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম মিয়াজী বলেন, যেকোনো বিষয়ে মানুষ মতামত প্রকাশ করবে এটাই স্বাধীনতার উপহার।বর্তমানে রাস্তাটি ব্যাপক খানাখন্দে ভরা।তবে আমরা উপজেলা এলজিইডির সাথে কথা বলেছি। ১৮ ফুট রাস্তার কাজ হওয়ার সম্ভাবনা আছে।
এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রানা দাস গুপ্ত বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে আগামী জুন জুলাই নাগাদ কাজ শুরু হবে।এর আগেও বন্যার কারণে রাস্তার বিভিন্ন খানাখন্দ সাময়িক ভরাটের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর