শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরন খাতুন নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এই সড়ক দুর্ঘটনার পর শনিবার (১৬ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরন খাতুন শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারিচালিত ওই অটোরিকশাটি ভাঙা সড়কে এক আকস্মিক ঝাঁকুনি দেয়।
এতে অসাবধানতাবশত অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন খাতুন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ওপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি। নিহত আমিরন খাতুন পার্শ্ববর্তী নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর