বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের খুলনার পাইকগাছা পৌরসভা শাখার আহবায়ক কমিটিতে শাহানারা আক্তার পাখির নাম থাকায় পক্ষ ঈর্ষানিত হয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মিডিয়াতে আওয়ামী লীগের নেত্রী হিসেবে অপতথ্য ছড়িয়ে মান সম্মান ক্ষুণ্ন করছে বিএনপির একটি পক্ষ এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শাহানারা আক্তার পাখি।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে পাখি বলেন, আমার পিতা ও ভাইরা জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত। আমার ভাই বাবলু গাজী, রেজাউল রবিউল এবং আমার স্বামী রিপন হাওলাদার বিএনপি করার অপরাধে চাকুরিচ্যুত হন।
আমার পরিবার ও ভাইয়েরা আওয়ামী বিরোধী রাজনীতির সাথে জড়িত। আমি বিগত সরকারের সময় সিপিপির পৌরসভার ওয়ার্ড সদস্য ছিলাম। সে সুবাদে সিপিপি’র বিভিন্ন মিছিলে ও দুর্যোগপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানে যোগদান করি। সেই সব যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করছে। আমি কখনো কোনো সময় পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি বা সদস্য ছিলাম না।
সম্প্রতি জাতীয়তাবাদী মহিলা দলের পৌরসভার ঘোষিত আহবায়ক কমিটির ১১ সদস্যের মধ্যে ৭ নং তালিকায় আমার নাম আসায় বিএনপির একটি গ্রুপ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে অপপ্রচারকারীরা বিচ্যুত করতে পারবে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহানারা আক্তার পাখি অপপ্রচারকারীদের এহেন মিথ্যা তথ্য ও অপপ্রচার না করার জন্য অনুরোধপুর্বক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর