
মাঝ যমুনায় ইঞ্জিন চালিত যাত্রী বোঝাই নৌকা থেকে পড়ে সবুজ শেখ (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় শিবালয় উপজেলার যমুনা নদীর নিহালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত উদ্ধার করে।
নিহত সবুজ শেখ মিরপুর শাহ্ আলী মাজার এলাকায় ফুল বিক্রির (হকার) কাজ করত। তার পিতার নাম বারেক মাস্টার। স্ত্রী এবং দুই সন্তান নিয়ে তিনি রাজধানীর মিরপুরের একটি বস্তিতে থাকতেন। স্থায়ী কোন ঠিকানা নেই তার।
ফায়ার সার্ভিসকে বরাতে জানা গেছে, আরিচা ঘাট থেকে শ্বশুড়বাড়ি দৌলতপুর উপজেলার বাকসাইট্টা চরে যাচ্ছিলেন সবুজ। সাথে ছিল স্ত্রী মর্জিনা ও দুই সন্তান। সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকা যাত্রী বোঝাই করে যমুনা নদীর নিহালপুর এলাকায় আসলে সবুজ পানিতে পরে যায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর