বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ শুরু হয়েছে। অন্যদিকে বাঁধ নির্মাণ কাজে বিতর্কিত ধান্দাবাজরা, সুবিধাবাদিরাও এবারও পিআইসি নিতে তৎপরতা শুরু করায় উদ্বিগ্ন হাওরের কৃষকরা। তবে উপজেলার বিভিন্ন হাওরে অত্যাধুনিক প্রযুক্তি সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু হয়েছে।
এদিকে জরিপ কাজ সমাপ্ত করতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে আর দুর্নীতিবাজ, সুবিধাবাদি ও বিতর্কিতদের সুযোগ না দিয়ে নির্ধারিত সময়েই এবার ফসল রক্ষাবাঁধ নির্মাণ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ।
হাওরে জরিপ কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট এর মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন প্রমুখ। উপজেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ নির্মাণের হাওর গুলো হল, শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, বর্ধিত গুরমা হাওর ও বর্ধিত মাটিয়ান হাওর।
শনির হাওরপাড়ের কৃষকগণ জানান, বাঁধ নির্মাণের সময় হলেই কৃষক নামধারীরা কৌশলে বাঁধ নির্মাণের দায়িত্ব নিয়ে লাভের আশায় সঠিক ভাবে সময় মত কাজ না করে আমাদের কষ্টের ফসলকে আগাম বন্যার হুমকিতে ফেলে দেয়। ঐসব লোকজন আর বাঁধ নির্মাণ কাজ না পায় তার দাবি জানাই।
উপজেলা কৃষক নেতা মেহেদী হাসান উজ্জ্বল জানান, ফসল রক্ষাবাঁধ নির্মাণ কাজে ও বাস্তবায়ন কমিটিতে কোনোভাবেই সুবিধাবাদি, ধান্দাবাজ, বাটপার ও ফ্যাসিস আ.লীগ সরকারের পেত্মাত্তারা এবং তাদের সহযোগীরা কোনোভাবেই যেন থাকতে না পারে তার জন্য দায়িত্বশীলদেরকে কঠোর নজরদারি রাখতে হবে। তারা থাকলেই বরাদ্দ বাড়িয়ে কাজে অনিয়ম আর দুর্নীতি করে বিতর্কিত করবে দায়িত্বশীলদেরকে আর ক্ষতির মুখে পরবে কৃষকগণ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে ১৪০ কিলোমিটারের মধ্যে ৪১ কিলোমিটারের সার্ভের কাজ হয়েছে। চলতি নভেম্বর মাসের মধ্যেই সার্ভে কাজ শেষ করে স্কীম প্রণয়ন করা সম্ভব হবে তিনি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর