ঢাকার ধামরাইয়ে একটি ইটবোঝাই ট্রাক সড়কে মেরামতের সময় পিছন থেকে একটি ট্রাক জোরে ধাক্কা দিলে ইটবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। তবে ঘটনার পর অপর ট্রাক জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা। এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল (২৫)। তাদের উভয়ের বাড়ি জামালপুর বলে জানা যায়।
এ ব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানায়, রাতে ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় ইটবোঝাই ট্রাক নিয়ে পৌঁছালে গাড়িতে ত্রুটি দেখা দেয়। এসময় ইটবোঝাই ট্রাক থেকে দুইজন নিচে মেনে গাড়ির ত্রুটি দেখতে আসে। এসময় পিছন থেকে দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাককে ধাক্কা দেন। এতে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাক-টিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর