‘কাগজে-কলমে এক বছর বয়সে বাবা হয়েছেন আব্দুল হামিদ!’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের হস্তক্ষেপ একদিনের মধ্যেই সংশোধিত জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে আব্দুল হামিদা।
নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ও পঞ্চগড় সুগার মিলের সাবেক করণিক জনাব মো: আব্দুল হামিদ তার এনআইডি কার্ডের বয়স ০৮-০৭-১৯৮৭ এর স্থলে ০৯-১১-১৯৫৮ করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন; যেখানে তাঁর বয়সের ব্যবধান ছিল প্রায় ২৯ বছর।
বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়ের বর্তমান সচিব জনাব শফিউল আজিম এঁর দৃষ্টিগোচর হলে তিনি জনাব আব্দুল হামিদের দাখিলকৃত সমস্ত ডকুমেন্ট এবং আবেদনকারীর সন্তানদের শিক্ষা সনদের সাথে তার চাহিত সংশোধনী বয়স যৌক্তিক বলে প্রমাণিত হওয়ায় তিনি নির্বাচন কমিশন সচিবালয়কে গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ৭:৩০ (আনুমানিক) এনআইডিটি সংশোধনের নির্দেশনা প্রদান করেন। কমিশন সচিবালয় প্রয়োজনীয় ফরমালিটিজ শেষে ১ নভেম্বর ২০২৪ তারিখে শুক্রবার দুপুরের মধ্যে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিজে উপস্থিত থেকে আবেদনকারীকে তার সংশোধিত এনআইডি সরবরাহ করেন এবং ভুক্তভোগী ব্যক্তির কাছে দুঃখ প্রকাশ করেন।
আবেদনকারী জনাব আব্দুল হামিদ তার এনআইডির বয়সের সমস্যার কারণে সুগার মিলে চাকরি শেষ করেও দীর্ঘদিন ধরে তার পেনশনসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না।
উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক সরকারী অফিসে জনসেবা সহজীকরণের অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের বর্তমান সচিব জনাব শফিউল আজিম এঁর নিবিড় তত্ত্বাবধানে জাতীয় পরিচয়পত্র সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জনসাধারণকে নতুন ভোটার হওয়া, ভোটার স্থানান্তর, এনআইডি সংশোধন করা, স্মার্ট কার্ড প্রাপ্তিসহ এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা এখন নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, ৬৪টি জেলা অফিস ও ৫২০টি থানা/উপজেলা অফিসে সহজেই মিলছে।
এনআইডির সেবা পেতে কোন ধরনের দালালের আশ্রয় না নিয়ে সেবাপ্রার্থী সংশ্লিষ্ট থানা/উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিস এবং ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে খুব সহজেই তার কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
এজন্য ১০৫ নম্বরে ফোন করে সেবাপ্রার্থী এনআইডি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন। এছাড়া ঘরে বসেই এনআইডি ভেরিফিকেশন, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করাসহ নানা সেবা পাচ্ছেন দেশের নাগরিকেরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর