জয়পুরহাট শহরের সর্বজনীন কেন্দ্রীয় শিবমন্দিরের উদ্যোগে নবান্ন উপলক্ষ্যে সুখের বাজারে আজ রবিবার একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি দেওয়া হচ্ছে । একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় হাট-বাজারে শাকসবজির দামে যখন ঊর্ধ্বগতি, তখন ক্রেতারা স্বস্তি খুঁজে পাচ্ছেন স্থানীয় কেন্দ্রীয় শিবমন্দির কমিটি আয়োজিত 'একটু সুখের বাজারে'। এখানে গত ২১ দিন ধরে প্রায় অর্ধেক দামে বিক্রি করা হয় সবজি । সব শ্রেণি-পেশার মানুষ চাহিদামতো এসব পণ্য কম দামে কিনতে পারেন । এ জন্য নাম দেওয়া হয়েছে ‘একটু সুখের বাজার’। আর নবান্ন উপলক্ষে রবিবার বিশেষ সুবিধা হিসেবে একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি দেওয়া হয় সাধারণ ক্রেতাদের।
জয়পুরহাট শহরের বাসিন্দা রাজ কুমার খেতান একজন আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী । ব্যতিক্রমী এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, সিন্ডিকেট করে বাজার জিনিস পত্রের দাম বাড়ানো হয়েছে। এ কারণে সিন্ডিকেট ভাঙতেই ভর্তুকি দিয়ে "একটু সুখের বাজার" চালু করেছি। এটি আগামী রমজান মাস পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। নবান্ন উপলক্ষে সর্বজনীন কেন্দ্রীয় শিবমন্দির মার্কেট প্রাঙ্গণে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে আলু, বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কাঁচা মরিচ, লাউ, ধনিয়াপাতা, জলপাই, লাল-সবুজ শাকসহ বিভিন্ন সবজি। একশ টাকায় এসব পণ্য আলাদা স্থানে রেখে ব্যাগে তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। বেলা ১২টায় এসব পণ্য বিক্রি করার ঘোষণা দেওয়া হলেও সকাল থেকেই লোকজন সবজি কেনার জন্য শিবমন্দির মার্কেট চত্বরে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ ।
একটু সুখের বাজারে একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে এসেছেন শহরের মাস্টারপাড়া মহল্লার সুলতানা। তিনি বলেন, তাঁর স্বামী সেলুনে কাজ করেন। নিম্ন আয়ের কারণে তাঁর মতো মানুষেরা বাজারে গিয়ে চড়া দামে সবজি কিনতে পারছেন না। একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি পাওয়া যাচ্ছে শুনে কিনতে এসেছেন। সুখের বাজারে একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনে বেশ সন্তুষ্ট তিনি।
এদিকে সদরের খনজনপুর এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য এটি আসলেই সুখের বাজার। একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনে বাড়িত যাচ্ছি। এ বাজারে অন্তত ৪/৫ দিন চলবে।’
উল্লেখ্য, জয়পুরহাট শহরের সর্বজনীন কেন্দ্রীয় শিবমন্দির প্রাঙ্গণে ২৭ অক্টোবর থেকে এই সুখের বাজার পরিচালনা করছেন ওই মন্দির কমিটির সদস্যরা। নবান্ন উপলক্ষে রবিবার বিশেষ সুবিধা হিসেবে একশ টাকায় ব্যাগ ভর্তি সবজি দেওয়া হয় সাধারণ ক্রেতাদের।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর