নাটোরের সিংড়ায় তরুন লেখক ও সাহিত্যিক মো. সামাউন আলী (সুমন) রচিত "আমি মধ্যবিত্ত" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে (১৭ই নভেম্বর) রবিবার সকাল ১১ টায় সিংড়া মডেল প্রেসক্লাব কনফারেন্স রুমে মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক জুলহাস কায়েম ও রবিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি আলতাফ হোসেন। আরো বক্তব্য রাখেন, অগ্নিবীণা সাহিত্য সংসদের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের নাটোর জেলা সভাপতি কবি রুস্তম আলী মোল্লা , গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী, হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, "আমি মধ্যবিত্ত" কাব্যগ্রন্হের লেখক কবি সামাউন আলী।
বক্তব্য শেষে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তরুণ কবি সামাউন আলী (সুমন) কে "সেরা কবি" সম্মাননা স্মারক ও সনদ এবং অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি "আইন উপদেষ্টা " হিসেবে মনোনীত হওয়ায় সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম-সাসম্পাদক রনজু আহমেদ, কোশাধ্যক্ষ লিটন আহমেদ, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত সারোয়ার হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ সরকার, মোতালেব হোসেন প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর