
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ইবি রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে সংগঠনের আইপিপি ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের মনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আই সিটি সম্পাদক ত্বকি ওয়াসিফ, সার্জেন্ট অব আর্মস সজীব হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করে সংগঠনটি। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মনসুর ও আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন যথাক্রমে ১ম, ২য় ও ৩য় পুরস্কার পেয়েছেন।
অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াবদুল ইসলাম বলেন, যাদের ত্যাগ-কোরবানি ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে এমন আয়োজন করতে পেরেছি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছে, আমরা তাদের সেই উত্তরাধিকারী। তাদের রেখে যাওয়া কাজ ও দেখানো পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি সে ব্যাপারে আমাতের অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। আমরা যেন জুলাই বিপ্লবের চেতনা যাতে অব্যাহত ও স্পিরিট নিয়ে বাকি জীবন পরিচালনা করতে পারি। আবার যেন কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর চেপে না বসে সেই দিকেও সজাগ থাকতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর