
রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি ও এডহক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং-০৫.৩০.৮২৭৩.০০২.৯৯.০৮২.২৪-৯৩২(১৩), ১৪ নভেম্বর তারিখে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়।
সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লব পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখের সভার সিদ্ধান্ত এবং ২৫ সেপ্টেম্বর ২০২৪খি. তারিখের ৪৩.২০.০০০০.০১২.৩৬.০০১.২৪-৬৭ নং স্মারকপত্র মোতাবেক মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা মহোদয়ের অনুমোদনক্রমে উপজেলা শিল্পকলা একাডেমির গঠণতন্ত্রের ৭(ক) ধারা অনুযায়ী পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি ও এডহক কমিটি বাতিল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এস.এম আবু দারদা।
এদিকে এ কমিটি বিলুপ্তের পাশাপাশি দ্রুত সময়ে এই প্রতিষ্ঠানটা কি ভাবে চলবে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এস এম আবু দারদা'র কার্যালয় সুত্রে জানাযায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর