সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান মেনহাজ (২৮) নামে যুবক নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসান মেনহাজ সিরাজগঞ্জ আদালতের মোহরী ও সলঙ্গা থানার গোলকপুর গ্রামের জমশের আলী ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, ‘হাটিকুমরুল গোলচত্বর থেকে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ দিকে যাচ্ছিল। হাটিকুমরুল পুরাতন হাইওয়ে থানার সামনে পৌঁছলে একটি অজ্ঞাত ট্রাক তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। ট্রাক টি চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর