বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকা ইলিশ এবং ২ লক্ষ মিটার অবৈধ জাটকা ধরার জাল আটক করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জেলেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।
জানা গেছে,সরকারি ভাবে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা বন্ধ। উপজেলার পানগুছি ও বলেশ্বর নদীতে শনিবার দিবাগত রাতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বলেশ্বর নদীর কুমারখালী নামক স্থান থেকে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ১৫টি এতিমখানায় বিতরণ করা হয় এবং ২ লক্ষ মিটার অবৈধ জাল রবিবার সকালে সোলমবাড়িয়া বালুর মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও পূর্বের আটককৃত মাছ ধরা একটি ছোট নৌকা নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ১০টি মামলায় ১০জন জেলের নিকট থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, মোরেলগঞ্জ কোস্ট গার্ডের কন্টিজেন্ট পেটি অফিসার মঞ্জুর হোসেন ও মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর