
"বিগত সরকারের আমলে মরা মানুষ ও প্রবাসীরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে কিন্তু সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই। তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের সংগ্রাম" বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত থাকেন। দিনের ভোট দিনেই হবে, সবাই নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন সেই দিনটির প্রত্যাশায় রইলাম। এছাড়া তিনি তার বক্তব্যে কেরানীগঞ্জকে মাদক মুক্ত রাখতে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
জিনজিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ কামালের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, আগানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আরমান উল্লাহ ডাবলু বক্তব্য প্রদান করেন। কর্মীসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর