ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত সাত কলেজে শিক্ষার্থী যেন ভর্তি না করা হয়, সেই দাবিও তুলেছেন তারা।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তারা। এদিকে তাদের দাবি পূরণ না করা হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয় আমরা ২০১৯ সালে সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি, ২০১৯ সালের সাত কলেজ বাতিল আন্দোলনে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ২ জন উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই। কিছুদিন আগে সাত কলেজ বিষয়ে একটা মিটিং হয় সেই মিটিং আসিফ ভাই ও ছিলেন, মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাত কলেজের জন্য আলাদা ভবনের কথা গত দুয়েক দিন আগস্ট আবার আসিফ নজরুল স্যার ও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথাটা পুনরাবৃত্তি করলেন।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী। এই ৪৩ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় ২ লক্ষ ৬৭ হাজার দায়িত্বভার গ্রহণ করেছে। যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতি আহ্বান জানাবো আপনারা অবিলম্বে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, আমাদের দাবি সুস্পষ্ট; রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবি। এ দাবি যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হচ্ছে, আমাদের কর্মসূচি চলমান থাকবে। বর্তমানে বিভিন্ন বিভাগগুলোতে পরীক্ষা চলমান। প্রয়োজনে পরীক্ষা শেষে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
এসময় ঢাবির সঙ্গে অধিভুক্তি থাকাতে বেশ কয়েকটি সমস্যা উত্থাপন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর