নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে রাশিদা বেগম (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ওই গৃহবধূকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। রাশিদা বেগম উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের চকহরিরামপুর এলাকার আমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ওই বাড়িতে তার চার ও দুই বছর বয়সি দুটি সন্তান নিয়ে বসবাস করতেন। আর স্বামী চাকুরির সুবাদে ঈশ্বরদীর রপপুরে থাকেন। ঘটনার দিন ওই দুই সন্তানের ওপর অভিমান করে তিনি গ্যাস ট্যাবলেট খান। অনেক পরে প্রতিবেশীরা ওই সন্তানদের মাধ্যমে জানতে পেরে ওই বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর