চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস এস আলম পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাস নিয়ে চালক পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বনিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অবিনাশ ধর উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নাথপাড়ার বিপিন ধরের ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, এস আলমের বাসটি বাঁশখালীতে থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। অন্যদিকে টমটমটি যাচ্ছিল বাঁশখালীর দিকে। এরই মধ্যে বাসটি সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকার বিপজ্জনক টেক বনিকপাড়ায় পৌঁছালে টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অবিনাশ ধরের।
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শরিফ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানতে পারি বাস-অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর