
নাটোরের লালপুরে একটি নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল পনে ১১বার দিকে উপজেলার ফুলবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মজিবর রহমান পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে। এছাড়া মরদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাইবাছাই করা হচ্ছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটন করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়টির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মজিবরের স্ত্রী হেলেনা বেগম জানান, কারো সঙ্গে তার স্বামীর কোনো বিরোধ ছিল না। কি কারণে তার মৃত্যু হলো, তা বুঝতে পারছেন না। তবে ঘটনা তদন্ত করে সঠিক কারণ উদঘাটনের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
লালপুর ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বিডি২৪লাইভ'কে জানান, মজিবর রহমান পেশায় একজন ঠিকাদার। আজ ভোরে ফজরের আজানের পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান।পরে লালপুর উপজেলার ধুপইল এলাকার বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর