চট্টগ্রামে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে আবারও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া দিদারুল আলম দিদার নামে এক নগর যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার পর ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হন মিমি সুপার মার্কেটের সামনে। এরপর তারা হঠাৎ 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে—এমন স্লোগান দিয়ে প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ১৫-২০ জনের একটি দল ১২টা ৪০ মিনিটের দিকে প্রবর্তক মোড় থেকে একটি মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।
জানা যায়, দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে নগরের দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৫০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্কে ঢাকা। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন। ওই ঘটনায় সে রাতেই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর