
হালুয়াঘাটে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপুকে শারিরিকিভাবে লাঞ্চিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির কর্মকর্তাবৃন্দ। সোমবার (১৮ নভেম্বর) সকালে সমিতির সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য জাহিদুল ইসলাস পাপ্পু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভারত থেকে দীর্ঘদিন ধরে কয়লা আমদানি বন্ধ থাকায় গত শনিবার হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া ও কড়ইতলী স্থল বন্দরের চারটি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করে ভারতীয় রপ্তানীকারকদের সাথে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়।এ সভায় সমিতির উপদেষ্টা
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। সভায় কড়ইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো: বিল্লাল
হোসেনকে মিটিং এ কথা জানানো হয়নি অভিযোগ এনে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদকে সঙ্গে নিয়ে অশোক সরকার
অপুর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধর ও হেনস্তা করেন। বক্তব্যে সমিতির মহাসচিবকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি করেন তিনি। এসময় আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি হাজী আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর