ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী রেলগেইট অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই সময়ে চলন্ত ট্রেনের উপর ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
তবে শিক্ষার্থীরা দাবি করেন, অবরোধ না মেনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ট্রেন চালিয়ে দেয়ার চেষ্টা করলে কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টা থেকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট ও আমতলী মোড় ও রেল লাইন অবরোধকালে এ ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে কমলাপুর রেল স্টেশন সূত্র থেকে জানানো হয়, শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস ট্রেনের উপর হামলা চালিয়েছে। এতে শিশুসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষের দাবিকে প্রত্যাক্ষাণ করে শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে গেল গেট অবরোধ করে। এসময় ট্রেনের চালককে লাল কাপড় দিয়ে সংকেত দেয়ার পরও চালক তা অমান্য করে শিক্ষার্থীদের আন্দোলনের উপর চালিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করে।
বিষয়ে আন্দোলনকারি মতিউর রহমান নামের এক শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মহাখালী রেলগেইট অবরোধ করে অবস্থান নেই। পড়ে এয়ারপোর্ট থেকে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন আসে আমরা ট্রেন থামানোর জন্য লাল পতাকা উত্তোলন করি কিন্তু ট্রেন না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে ট্রেন চালিয়ে দেয়। এই কারণে ট্রেনে পাথর নিক্ষেপের মত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর