কুমিল্লায় ফসলি জমিতে থেকে ফারুক হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার লালমাই উপজেলার ভুশ্চি মুজিবনগর এলাকায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম। নিহত ফারুক লালমাই উপজেলার ভূশ্চি মুজিবনগর এলাকার মো. জয়নাল আবেদিনের পুত্র। সে পেশায় একজন অটো চালক। তার দেড় বছরের পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক রবিবার রাত ৯টায় নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সারারাত তার স্বজনরা অনেক খোজাঁখোজি করেও তার পায়নি। পরদিন সোমবার সকালে জনৈক ব্যক্তি ধান ক্ষেতে তার লাশ দেখে পেলে এলাকায় জানাজানি হয়। পরে স্বজনরা গিয়ে তার লাশ শনাক্ত করে। পরে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন, রাত ভোর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, ছেলেটি কোন প্রকার দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। কেহ বা কাহারা তাকে হত্যা করেছে এখনো জানা যায়নি।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা এখনো বলা সম্ভব নয়। তবে তদন্তের মাধ্যমে খুনিদের বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর