৪৫ ঘণ্টা পর আরিচা থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহ-আলী ফেরিটি মাঝ যমুনার ডুবোচরের আটকে গেছে। এর ফলে উভয় ঘাটের মোট তিনটি ফেরি চ্যানেলে আটকে আছে। বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিগুলোকে পারে আনার চেষ্টা চলছে।
নব্যতা সংকট কাটিয়ে দীর্ঘ ৪৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও এক ঘণ্টার মাথায় আটকে যায় ফেরি শাহ-আলী। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাব্যতা সংকটে শনিবার (১৬ নভেম্বর) থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌ চ্যানেল স্বাভাবিক হলে বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) নির্দেশনায় দুপুর ৩টা থেকে ফেরি চলাচল শুরু করে। এপার থেকে ছেড়ে যাওয়া শাহ-আলী ফেরিটি মাঝ যমুনার ডুবোচরে আটকে চ্যানেল বন্ধ হয়ে যায়। চ্যানেল বন্ধ হওয়ায় আরিচা থেকে ছেড়ে যাওয়া দ্বিতীয় ফেরি খানজাহান আলী এবং কাজিরহাট থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি ফেরিটিও আটকে আছে। বিআইডব্লিউটি-এর উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিগুলোকে পাড়ে ভেড়ানোর চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর