নড়াইলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সদর থানার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মৃত ফরিদ শেখের ছেলে মো. বায়জিদ শেখ (২৪), মহাসিন সরদারের ছেলে মো. নাইম সরদার (২৩) এবং হালিম সরদারের ছেলে মো. মেহেদী সরদার (২২)। উভয়ে সদর থানার চন্ডীবরপুর ইউনিয়নের পাইকমারি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. টিটু আলি ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদি গ্রামের সৈয়দ মোস্তাফা কামালের বসত বাড়ি থেকে বায়জিদ শেখ, নাইম সরদার, মেহেদী সরদারকে গ্রেফতার করে।
এসময় আসামিদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর