
খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি নির্মল বিশ্বাসকে গ্রেফতার করেন। তিনি গদাইপুর ইউনিয়নের হরিদাশ বিশ্বাসের ছেলে এবং ২০২৩ সালের খুলনা দায়রা জজ আদালতের ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, জানান পাইকগাছা থানা পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর