২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে সাত হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সদর উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। এসময় উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূএ জানায়, প্রতিজন কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া ১হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮শ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর