মঙ্গলবারের দপুর, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের লেগে আছে দীর্ঘ জ্যাম। এর কারণ পেছন থেকে জানা যাচ্ছে না। গতকাল সারা ঢাকা প্রায় অবরুদ্ধ হয়েছিল। কারণ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেট প সড়ক অবরোধ করে রেখেছিল। আজকেও কি তাই?
তবে একটু সামনে এগিয়ে যেতেই রহস্য উন্মোচন হলো- ঘটনা সেটা নয়। বাস ও কার চালকের মধ্যে ওভার টেকিং থেকে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। দুজন চালক উচ্চাবাচ্য শুরু করেছেন। খেয়াল নেই পেছনে অজস্র গাড়ি এসে জমা হয়েছে। একের পর এক হর্ন, টানা বেজেই চলেছে। কিন্তু কার চালক ও) বাস চালকের সে হুঁশ নেই। তারা রীতিমতো তর্ক যুদ্ধ ছেড়ে এবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন।
তবে এই ঘটনার আগে দেখা গেল বাস চালকের পুরো শার্ট ছিঁড়ে ফালা ফালা হয়েছে। এই থেকে অনুমান করা যায় কার চালক যিনি ওই গাড়ির মালিকই হতে পারেন, তিনি হয়তো বাসের চালককে হেনস্থা করেছেন। ফলে বাসের চালক ক্ষিপ্ত হয়ে স্টিয়ারিং ছেড়ে লাঠি হাতে তুলে নিলেন। রীতিমতো ওই কার চালককে মারতে উদ্ধত হলেন।
তবে শেষ পর্যন্ত কী হয়েছিল সেটা জানা যায়নি। কারণ তখনও জ্যাম লেগেই ছিল। এরপর ধীরে ধীরে জ্যাম ছুটে গেলে জানা গেল আজ কোনো রাস্তা অবরোধ ছিল না।
রার/সা.এ
সর্বশেষ খবর