নাব্যতা সংকট কাটিয়ে চারদিন পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। ২ দিন পর সোমবার (১৮ নভেম্বর) পরীক্ষামূলকভাবে ফেরি ছারলেও মাঝ যমুনার ডুবোচরে আটকে যায়। ফলে আটকে যাওয়া ফেরি উদ্ধার করে পাড়ে এনে চ্যনেলে ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ফেরি ধানসিঁড়ি, শাহ আলী এবং খানজাহান আলী পণ্যবাহী ট্রাক বোঝাই করে কাজীরহাটের উদ্দেশ্য ছেড়েযায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যমুনার অতি স্রোতে নৌরুটের চ্যানেলে বালু-মাটি জমে ডুবো চরের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচলের সময় ফেরির তলা আটকে যাচ্ছিল। একারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে আরিচা এবং কাজিরহাট উভয় ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে ছিল। বিকেলে নাগাদ ঘাট এলাকায় অপেক্ষারত যানবাহন পারাপার হতে পারবে।’
উল্লেখ্য, একই সংকটে চলতি মাসে তৃতীয়বারের মতো বন্ধ হয় এ পথে ফেরি চলাচল। ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ৩০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। পরীক্ষামূলকভাবে সোমবার (১৮ নভেম্বর) ফেরি ছারলেও মাঝ যমুনায় আটকে যায় ফেরি ধানসিঁড়ি। এরপর সেটিকে উদ্ধার করে পারে আনা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর