
জাতীয় তথ্য বাতায়নে অনুপ্রবেশ করে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো.মকছেদুল মোমিন এর নামের পাশে ‘আমি ঔষধ চোর কিনা জানিনা’ লিখে দিয়েছে অজ্ঞাত হ্যাকার। বুধবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি ওয়েবসাইটে প্রবেশ করলে সিভিল সার্জনের নামের পাশে অতিরিক্ত বাক্যটি দেখতে পান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিভিল সার্জন বলেন, আজ (২০ নভেম্বর) পণে ১২টায় সরকারি ওয়েবসাইটে আমার নামের সাথে এই অতিরিক্ত বিষয়টুকু আপডেট করা হয়েছে। আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে আমি আইসিটি আইনে মামলা করব। কে বা করা এর সাথে জড়িত খুঁজে পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা আইসিটি অফিসার মো. আহসানুল আল জান্নাত বলেন, ‘জেলা পর্যায়ে প্রতিটা প্রতিষ্ঠানের কাছেই সরকারি তথ্য বাতায়ন ড্যাশবোর্ডের এডিটিং এক্সেস আছে যার মাধ্যমে তারা তথ্য আপডেট করতে পারে। বিষয়টা আপনার মাধ্যমে শুনলাম। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি এবং কোথা থেকে এই এডিটিং করা হয়েছে আমরা খোঁজার চেষ্টা করব।’
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কে বা কারা এটা করেছে সে কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর