জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ১৫ মামলার আসামি এসএম কাননকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরএলাকার কালিকাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসএম কানন দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএম কানন পেশাদার মাদককারবারি। সে পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হন। সেই সুবাদে বিগত সরকার আমলে সরকারী দলের আঁতাতে এসএম কানন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সে মাদককারবারি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন। তার নামে থানায় ১৫টি মামলা রয়েছে। এতোদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে কালিকাপুর তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিগত আগস্টের শেষের দিকে ৬৭ জনের নাম উল্লেখ্য করে আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতার মামলা হয়। সেই নাশকতার ঘটনায় জড়িত থাকার দায়ে এসএম কাননকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহারের অভিযোগ রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো নাজমুল হাসান জানান, এসএম কানন কুখ্যাত মাদককারবারি। ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর