
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার মৃত গাজী মিয়ার ছেলে।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী বিল্লাল মোল্লা ও তার ভাই রফিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্বপনের। স্থানীয়ভাবে বসে সেই বিরোধের সমাধানও হয়। পুনরায় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে স্বপনের ওপর হামলা করে বিল্লাল মোল্লা গেং।
এ সময় মাথার গুরুতর আঘাতে অচেতন হয়ে পরে স্বপন। পরে তার স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার আরও আবনতি হলে রাত ৯টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'মারামারির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর