নাটোরের গুরুদাসপুরে অর্থনৈতিক শুমারি সফল করতে উপজেলা ও পৌর শুমারি স্থায়ী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সালমা আক্তার।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, অধ্যাপক সুজিত কুমার, পরিসংখ্যান তদন্তকারী ফেরদৌস মামুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন শুক্তি, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ।
বক্তারা বলেন- আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাসিক আয় ও ব্যয়ের সঠিক তথ্য সংগ্রহ করাই হবে এ শুমারীর প্রধান লক্ষ্য। অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করছে এমন উদ্যোক্তাদের নামও শুমারীতে থাকতে হবে। এসময় সকল মানুষকে অর্থনৈতিক শুমারি সম্পর্কে অবহিত করতে লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, পৌরসভাসহ উপজেলাকে চারটি জোনে ভাগ করা হয়েছে। এতে ৪ জন জোনাল অফিসার কাজ করবেন। তাদের তত্ত্বাবধানে ৪ জন আইটি সুপারভাইজার, ২৫ জন সুপারভাইজার ও ১৩৯ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে কাজ করবেন। এগুলোর সমন্বয়কারী হিসেবে কাজ করবে পরিসংখ্যান অফিসের কর্মকর্তা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর