ঢাকার শাহবাগ থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশনে কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. সজিব (২৪), আহতের নাম নিশান (২৫)। বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা।
জানা যায়, আরেক মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু মোজাহিদ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে রাত ২টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত নিশান চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, “মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।”
নিহত সজিবের বন্ধু মোজাহিদ জানান, সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলা সামগ্রীর দোকানে চাকরি করেন। থাকেন ডেমরার সারুলিয়া সুকুরশী এলাকায়। বুধবার রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, পুরান ঢাকার বিরানী বাজার এলাকায়। তারা অনুষ্ঠান শেষে শাহবাগ টিএসসিতে যায় চা খাওয়ার জন্য। সেখানে চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। যাওয়ার পথে মন্দিরের গেটের কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে তারা দুইজন আহত হন।
দুর্ঘটনার সময় সজিব হেলমেট না পরে হাতে রেখেছিল বলেও জানান মোজাহিদ। তিনি বলেন, “পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিশানের চিকিৎসা চলছে।”
রার/সা.এ
সর্বশেষ খবর