‘ফ্যাসিস্ট শাসনমুক্ত পার্বত্য চট্টগ্রাম চাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে ধর্মঘর বটতল এলাকায় সমাবেশে মিলিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থী মিলি মারমার সঞ্চালনায় ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উপজেলা প্রতিনিধি সুইজাই কার্বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাজাইহ্লা মারমা ও পাইমাং মারমা।
সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান-সদস্যদের মেয়াদ পাঁচ বছর হলেও ১৯৯৯ সাল থেকে এখন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমা অবৈধভাবে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। আর পরিষদে বসে বসে তিনি পাহাড়কে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আমরা পাহাড়ে শান্তি চাই। তবে আঞ্চলিক পরিষদে যদি সৎ, যোগ্য ও নির্দলীয় ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়, তাহলে পাহাড়ে শান্তি ফিরে আসবে বলে মনে করেন তারা। তাই অবিলম্বে নির্দলীয়, সৎ, যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর