নবনির্মিত খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন উক্ত মানববন্ধনের আয়োজন করে ‘মানিকছড়ি উপজেলা সচেতন নাগরিক ফোরাম’।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুজিবল হক বাহার, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. মহিউদ্দিন কিশোর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাসুদুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের নির্মাণ কাজে নিম্নমানের টাইলস, কাঁঠ, ক্যাবলসহ অন্যান্য সামগ্রী ব্যবহারের ফলে ইতোমধ্যে ভবনে ফাঁটল দেখা দিয়েছে। অথচ উপজেলা প্রশাসনের নাকের ঢগায় টিকাদারী প্রতিষ্ঠান এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনাটি নির্মাণ করলেও বিষয়টিকে আমলে নিচ্ছে না। তাছাড়া নবনির্মিত ভবন নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিজেই এ অনিয়মের সাথে জড়িত রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।
টিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, অতিসত্বর নিম্নমানের সামগ্রী পরিহার করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধের মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর