নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত এজাহারভুক্ত মামলার ৩ নম্বর আসামি সুবাস চন্দ্র বোস। এর আগে তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী নিরীহ-শান্তিকামী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত-কর্মীরা। এ ঘটনয়া ৯০ জনকে এজাহারভুক্ত করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।
এ মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি হচ্ছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মোর্ত্তজা। ২ নম্বর আসামি মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, ৩ নম্বর আসামি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, ৪ নম্বর আসামি হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
মুনতাসির/সাএ