
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে স ময় টিভির জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীর উপর হামলা-লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মবিরতি পালন করার পর সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আগামী তিনদিনের মধ্যে সেলিম মিঞাকে অপসারণ না করলে বৃহত্তর কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। সিভিল সার্জনের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আহসানুল হাবিব।
কর্মবিরতিতে বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিপ্লব দে কেটু, ফিরুজ আহমেদ, ক্লোডিয়া নকরেক কেয়া, দুদু মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসর ডা. সেলিম মিঞা নেত্রকোণা জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন তিনি।
এরপর সে আরও বেপরোয়া হয়ে উঠে। পেশাগত দায়িত্ব পালনের সময় তিনি সাংবাদিকদের সাথে যে আচরণ করেছেন তা ন্যাক্কারজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে তার অপসারণ চাই। এক্ষেত্রে আমরা তিন দিন সময় বেধে দিলাম প্রশাসনকে। প্রশাসন যদি তিন দিনের মধ্যে তাকে অপারেশন না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এসময় শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য মুকসিতুর রহমান হীরা, শহিদুল ইসলাম হিরা, শাহরিয়ার শাকির উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে তারিকুল ইসলাম, শাকিল মুরাদ, মঞ্জুরুল আহসান, শওকত জামান, ফজলুল করিম সুরুজ, লাল মো. শাহজাহান কিবরিয়া, মো. সাইফুল ইসলাম, আবু ইলিয়াস সাদ্দাম, জাহিদুল ইসলাম জাহিদ, শফিউজ্জামান রানা, বাবু চক্রবর্তী, মো. মাইনুল নাইম, মো. মামুন মিয়া, সজিব মিয়া, রবিউল ইসলাম রতন, নাজমুল আলম, রাইসুল ইসলাম রিফাত, জয়ন্ত কুমার দে, রাজাদুল ইসলাম বাবু, মিলন শেখ, জাহিদ মাহমুদ রিজন, আব্দুল কবির, জুবায়ের আহমেদ, সিফাত হাসান, আব্দুল ওয়াদুদ, শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর