ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজধানীর ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে এবং পেশায় মোবাইল মেকানিক ছিলেন।
বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর