দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রধান বিরোধীদল করার প্রস্তাব দেয়া ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল করার প্রস্তাব দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
তিনি বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরগুনা টাউনহল মাঠে বিকাল ৪ টায় জেলা মুজাহিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি আরও বলেন, ২-৪-১০ টা এমপি,মন্ত্রী হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইহকাল ও পরকালে শান্তির জন্য।
সৈয়দ মো. রেজাউল ইসলাম আরও বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন রাজনৈতিক দল ছাত্রদের সমর্থনে রাজপথে নামতে সাহস পায়নি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানার নিয়ে ছাত্রদের আন্দোলনে পাশে ছিল। তিনি বলেন শেখ হাসিনাকে আমরা কখনো প্রধানমন্ত্রী মানিনায়।
বরগুনা সদর উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আবু সালেহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের বরগুনা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহ, ওমর ফারক জিহাদী সভাপতি ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখা, আব্দুস শাকুর সাধারন সম্পাদক প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর