পানির উৎস থেকে ৫০ ফুট দূরত্বে তামাক চাষ, তামাক চাষে শিশু শ্রম বন্ধ, কীটনাশক ব্যবহারের সময় বাধ্যতামূলক সুরক্ষা পোশাক পড়া এবং রিজার্ভ এলাকায় তামাক চাষ বন্ধে তামাক চাষীদের নিয়ে যৌথভাবে কৃষক সমাবেশ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) লামা অফিস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৬টায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশে এই ঘোষণা দিয়েছে দুই কোম্পানির প্রতিনিধিরা। বিএটিবি লামা অফিসের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএটিবি'র এরিয়া ম্যানেজার মো. আল আমিন, লামা ডিপো ম্যানেজার রুহুল আমিন, আলীকদম ডিপো ম্যানেজার নাজিব মুবিন, জেটিআই লামা ডিপো ম্যানেজার খগেন চন্দ্র দাশ, আলীকদম লিফ বায়ার মো. আব্দুল হালিম। এছাড়া সভায় দুই শতাধিক তামাক চাষি উপস্থিত ছিলেন।
বিএটিবি'র এরিয়া ম্যানেজার মো. আল আমিন বলেন, যারা এবার পানির উৎস থেকে ৫০ ফুট কম দূরত্বে তামাক চাষ, তামাক চাষে শিশু শ্রম ব্যবহার, কীটনাশক ব্যবহারের সময় সুরক্ষা পোশাক পড়াবে না এবং রিজার্ভ এলাকায় তামাক চাষ করবে তাদের তামাক কেনা হবে না। তিনি সকল চাষীকে আইন মেনে তামাক চাষ করতে অনুরোধ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর