কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক সম্পাদক) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপি'র মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত না দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না, ততদিন স্বাভাবিক অবস্থা দেশে ফিরে আসবেনা।
অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, একটা স্বাধীন দেশে কোন নির্বাচিত সরকার ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হতে পারে না। আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। যে নির্বাচনে দেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে ভোটের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা। দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বে দেয়া ।
দুলু আরো বলেন, আমরা মনে করছি যে না তারা ভিতরে ভিতরে গড়িমসি করছে। এই গরিমাসির কারণে কথিত সরকারের নানান ষড়যন্ত্র করছেন। যা প্রতিদিন আমরা লক্ষ্য করছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই ছাত্র বৈষম্য এই আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনষ্ট না হয়, সেদিকে আমাদের সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে।
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রধান অতিথি হিসেবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থাকার কথা থাকলেও সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠানের যোগ দেন। যে কারণে আজ তিনি আসতে পারেনি।
এসময় অন্যান্যের মধ্য লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য দেন।
আজকের খেলায় রংপুর মহানগর বিএনপি'র একাদশের ও ঠাকুরগাঁ জেলা বিএনপি একাদশের মধ্যে খেলায় রংপুর মহানগর বিএনপি২-০ গোলের ব্যবধানে জয়ী হয়। এ টুর্নামেন্টের প্রতিটি খেলায় বিএনপি'র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।
খেলা দেখতে প্রতিদিন লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক মাঠে খেলা দেখতে আসেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর