আমতলী উপজেলায় পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব অসংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা জনসমুদ্রে পরিনত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল চারটায় আমতলী পৌরসভা চত্বরে এ সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক মো কবির উদ্দিন ফকির'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. ফিরজ উজ জামান মামুন মোল্লা, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মামুন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল আমিন, পিপি জজকোর্ট বরগুনা সাবেক যুগ্ম আহ্বায়ক মো,তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আঃ হক হাওলাদার, আলহাজ্ব আবুল কালাম আজাদ আলহাজ্ব জহিরুল হক পনু, পৌরবিএনপির সদস্য সচিব মো. জালাল আহমেদ খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আবু সাইদ জুবেরী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মৃধা, সদস্য সচিব মেহেদী হাসান রিজন, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক মো জামাল উদ্দিন খান সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মনির ডাকুয়া সহ পৌর বিএনপির ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, ফেসিষ্ট হাসিনা সরকার পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের অবদানের কথা তুলে ধরেন।জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর